মনে হচ্ছে নির্বাচন চাওয়াটা বড় অপরাধ: রিজভী

3 months ago 10

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মনে হচ্ছে নির্বাচন চাওয়াটা বড় পাপ, বড় অপরাধ। যারা এটা বলছেন, তারা কি বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে আন্দোলন-সংগ্রাম করেছেন?

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস নিঃসন্দেহে একজন গুণী মানুষ। তার বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। কিন্তু নাতির বয়সী উপদেষ্টা ও পরামর্শকদের কারণে উনি কিছু ভুল করছেন। এটা সংশোধন হওয়া উচিত।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মাহমুদ ইয়াহিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা ওবায়দুল হাসান চন্দন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম রফিক, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।

এলবি/জেডএইচ/জেআইএম

Read Entire Article