মনে হচ্ছে মাথার ওপর থেকে বটগাছ সরে গেল : জুয়েল চৌধুরী

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া শুধু দেশের সীমানায় আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরের প্রবাস জীবনেও। সুদূর সাউথ আফ্রিকা থেকে কান্নাজড়িত কণ্ঠে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় বাংলাদেশি হিপহপ শিল্পী জুয়েল চৌধুরী। প্রিয় নেত্রীর প্রয়াণে তিনি নিজেকে ‘অভিভাবকহীন’ মনে করছেন। জুয়েল চৌধুরীর আবেগঘন বার্তা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মৃত্যুসংবাদ পাওয়ার পর শোকে স্তব্ধ হয়ে যান এই সংগীতশিল্পী। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করে বলেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মনে হচ্ছে মাথার ওপর থেকে এক বিশাল বটগাছ সরে গেল। সুদূর প্রবাসে থাকলেও এই খবরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সব চেষ্টা ব্যর্থ করে মায়ার বাঁধন ছিঁড়ে চলে গেলেন আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন আমাদের সাহসের বাতিঘর। আল্লাহ যেন আমাদের এই ‘মা’তুল্য নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।” জুয়েল চৌধুরী সাউথ আফ্রিকায় বসবাসরত একজন জনপ্রিয় বাংলাদেশি হিপহপ শিল্পী। বিদে

মনে হচ্ছে মাথার ওপর থেকে বটগাছ সরে গেল : জুয়েল চৌধুরী

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া শুধু দেশের সীমানায় আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরের প্রবাস জীবনেও। সুদূর সাউথ আফ্রিকা থেকে কান্নাজড়িত কণ্ঠে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় বাংলাদেশি হিপহপ শিল্পী জুয়েল চৌধুরী। প্রিয় নেত্রীর প্রয়াণে তিনি নিজেকে ‘অভিভাবকহীন’ মনে করছেন।

জুয়েল চৌধুরীর আবেগঘন বার্তা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মৃত্যুসংবাদ পাওয়ার পর শোকে স্তব্ধ হয়ে যান এই সংগীতশিল্পী। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করে বলেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মনে হচ্ছে মাথার ওপর থেকে এক বিশাল বটগাছ সরে গেল। সুদূর প্রবাসে থাকলেও এই খবরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সব চেষ্টা ব্যর্থ করে মায়ার বাঁধন ছিঁড়ে চলে গেলেন আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন আমাদের সাহসের বাতিঘর। আল্লাহ যেন আমাদের এই ‘মা’তুল্য নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।”

জুয়েল চৌধুরী সাউথ আফ্রিকায় বসবাসরত একজন জনপ্রিয় বাংলাদেশি হিপহপ শিল্পী। বিদেশের মাটিতে বাংলা ও আন্তর্জাতিক মিউজিক সিন-এ তিনি বেশ পরিচিত মুখ। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘শো মি দা মানি’, ‘সরাব’, ‘নিগা এস্টেজ’ ইত্যাদি। তিনি সাউথ আফ্রিকার বিখ্যাত শিল্পী এসজাবা এমটিসহ আন্তর্জাতিক মানের শিল্পীদের সঙ্গে গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে জুয়েল চৌধুরীর মতো প্রবাসী শিল্পীদের মনেও নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow