মনোনয়ন না পেয়েও তারেক রহমানের ৩১ দফা নিয়ে কাজ করছেন যুবদল নেতা মামুন খান

5 hours ago 7
মনোনয়ন না পেয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে কাজ করছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এআর মামুন খান। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ-সংক্রান্ত একটি প্রোগ্রাম চলছে মামুনের নেতৃত্বে। এর বাইরে ১১টি ইউনিয়নেও এ প্রোগ্রামটি চলমান রয়েছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তৃণমূলের সাধারণ নাগরিকদের মাঝে পৌঁছে দিতে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেছেন এআর মামুন খান।  এ সময় ডিজিটাল প্রজেক্টারের মাধ্যমে সাধারণ লোকদের মাঝে ৪টি পর্বের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে কেমন ছিল, তা প্রচার করা হয়।  অনুষ্ঠানে চাকরিজীবী, সাংবাদিক, সিএনজি ও রিকশাচালক, চা বিক্রেতা, দোকানদার, নাপিত  ইমাম, মন্দিরের পুরোহিতা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, প্রবাসী, কৃষক, জেলে, শ্রমিক এবং এলাকার সম্মানিত ব্যক্তিরা অংশগ্রহণ করছেন।  এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান, মঠবাড়িয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুজ্জামান মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকরা বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুদমুক্ত কৃষিঋণ ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য খাল খনন প্রত্যাশা করি।’ বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান বলেন, ‘বিগত স্বৈরাচার স্থানীয় সরকারকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আমার প্রত্যাশা থাকবে যেন, স্থানীয় সরকারকে পুনরায় শক্তিশালী করা।’ মামুন খান বলেন, ‘জিয়াউর রহমানের শাসনামল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করছি। গত ১৭ বছরে হাসিনা সরকারের এই প্রজন্মের কাছে জিয়াউর রহমান, খালেদা জিয়ার শাসনামল তাদের দেশ গঠনে ভূমিকা জানতে দেওয়া হয়নি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমি চাই, এই প্রজন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানুক, জিয়াউর রহমানের শাসনামল সম্পর্কে জানুক।’ তিনি আরও বলেন, ‘দল যাকে যোগ্য মনে করেছে, তাকে মনোনীত করেছে। আমি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করব।’
Read Entire Article