মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়াল ডাকসু নির্বাচন কমিশন

5 days ago 14

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করায় কিছু শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করতে পারেননি।

গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার স্বার্থে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের শেষ সময় মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা এবং জমাদানের শেষ সময় বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Read Entire Article