মনোনয়নপত্র সংগ্রহ করলেন শফিকুল ইসলাম মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। ড. মাসুদের মনোনয়ন সংগ্রহ পূর্ব দোয়া-মোনাজাত অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা মানুষ উপজেলা সদরে জড়ো হতে থাকে। পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার উপজেলা জামায়াতের অফিস থেকে দোয়া শেষে ড. মাসুদ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র ফরম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলবাসী দীর্ঘকাল ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং বাউফলকে একটি ইনসাফ কায়েমকারী মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ এবার বাউফল

মনোনয়নপত্র সংগ্রহ করলেন শফিকুল ইসলাম মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

ড. মাসুদের মনোনয়ন সংগ্রহ পূর্ব দোয়া-মোনাজাত অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা মানুষ উপজেলা সদরে জড়ো হতে থাকে। পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার উপজেলা জামায়াতের অফিস থেকে দোয়া শেষে ড. মাসুদ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র ফরম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলবাসী দীর্ঘকাল ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং বাউফলকে একটি ইনসাফ কায়েমকারী মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ এবার বাউফলের মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।

জামায়াত প্রার্থী ড. মাসুদ জানান, বাউফলের কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের আধুনিকায়নে তার দল সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনই হবে তার মূল অগ্রাধিকার। ইনশাআল্লাহ বাউফলবাসী আগামীর নেতৃত্ব সৎ-দক্ষ-যোগ্য শিক্ষিত মানবিক নেতৃত্ব বেছে নেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow