আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শত শত কোটি টাকা বেসরকারি মধুমতি ও পদ্মা ব্যাংকে আমানত হিসেবে রেখেছিল বিগত সরকার। সেই টাকা উদ্ধার করতে গিয়ে এখন আমার জান যায় যায় অবস্থা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টাকা বেসরকারি মধুমতি বা পদ্মা ব্যাংকে রাখলেন কেন?
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, আমার আওতাধীন আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এখানে যারা মন্ত্রী ছিলেন, উনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ, যেগুলো হাজার কোটি টাকার মতো। সেগুলো বেসরকারি ব্যাংকে আমানত হিসেবে রেখেছেন। যে বেসরকারি ব্যাংকগুলো প্রতিষ্ঠার সঙ্গে উনাদের আত্মীয়, দলের সদস্যরা জড়িত।
তিনি জানান, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট যে আইন ও বিধিবিধান রয়েছে সেগুলোকে কঠোরভাবে প্রয়োগ করার প্রয়োজনীয় আইন সংস্কার করার সুপারিশ করেছে কমিশন।
এমইউ/এমএএইচ/