মব সহিংসতার প্রতিবাদে ঢাবির জগন্নাথ হল শিক্ষার্থীদের মৌন মিছিল
সারা দেশে মব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা মৌন মিছিল করেছেন। এ সময় তারা দেশব্যাপী সংঘটিত মব সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘ধর্ম শান্তির কথা বলে, মানুষ হত্যা নয়’, ‘সব ধর্মের অবমাননা আইনের আওতায় আনা হোক’, ‘স্টপ মব কিলিং’, ‘দিপু হত্যার বিচার চাই’ ও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন’- এমন নানা প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং জগন্নাথ হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব রায় বর্মণ উপস্থিত ছিলেন।
ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা এবং শিশু আয়শাকে আগুনে পুড়িয়ে হত্যাসহ দেশব্যাপী সংঘটিত মব সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে জগন্নাথ হলের শিক্ষার্থীরা এই মৌন মিছিলের আয়োজন করেন।
সারা দেশে মব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা মৌন মিছিল করেছেন। এ সময় তারা দেশব্যাপী সংঘটিত মব সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘ধর্ম শান্তির কথা বলে, মানুষ হত্যা নয়’, ‘সব ধর্মের অবমাননা আইনের আওতায় আনা হোক’, ‘স্টপ মব কিলিং’, ‘দিপু হত্যার বিচার চাই’ ও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন’- এমন নানা প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং জগন্নাথ হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব রায় বর্মণ উপস্থিত ছিলেন।
ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা এবং শিশু আয়শাকে আগুনে পুড়িয়ে হত্যাসহ দেশব্যাপী সংঘটিত মব সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে জগন্নাথ হলের শিক্ষার্থীরা এই মৌন মিছিলের আয়োজন করেন।