রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ গাঁও নূরবাগ জামে মসজিদের পশ্চিম ঝিলপাড় তিন রাস্তার মোড়ে ময়লার স্তূপ থেকে ৬ মাসের নবজাতক (ছেলে) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) ভোরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে গতকাল বিকেল ৪টার দিকে সবুজবাগ দক্ষিণ গাঁও নূরবাগ জামে মসজিদ এলাকার পশ্চিম পাশে ঝিলপাড় তিন রাস্তা মোড়ে ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্থানীয়দের কাছে পারি কে বা কারা ওই নবজাতকের মরদেহ ওই জায়গায় ফেলে রেখে যায়। বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
কাজী আল-আমিন/এমআরএম/এমএস