রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক বছরেরও বেশি সময় ধরে খোঁজ নেই আনাস্তাসিয়া স্ভিয়েতকোভার স্বামী ইয়ারোস্লাভ কাজেমাসভের। তার সহযোদ্ধারাও কিছু জানাতে পারেননি। আর মাঝেমধ্যে যুদ্ধশিবিরে প্রবেশাধিকার পাওয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেডক্রসও কিছু জানাতে পারেনি।
তাই আনাস্তাসিয়া জানেন পর্যন্ত না, তার স্বামী জীবিত নাকি মৃত।
বন্দী বা নিহত সেনার তথ্য ক্রেমলিনের তরফ থেকে নিয়মিত প্রকাশ করা হয় না।... বিস্তারিত