মসজিদ নির্মাণে পাথরের পরিবর্তে খোয়া ব্যবহারের অভিযোগ

2 hours ago 4

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ে পাথরের পরিবর্তে খোয়া (ইটের টুকরা) ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে স্থাপনার বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। তবে সমস্যার সমাধান করে দেবেন বলে জানিয়েছেন ঠিকাদার।

বিশ্ববিদ্যালয় সূত্রে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদার রানাকে। ছাদের ঢালাই কাজের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ৭২ লাখ টাকার একটা চুক্তি হয়।

সরেজমিন দেখা যায়, নির্মাণ ত্রুটির কারণে স্থাপনার বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। ছাদ থেকে পানি পড়ায় মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশল শাহরিয়ার আকিফ বলেন, পাথরের পরিবর্তে খোয়া দিয়ে ঢালাইয়ের অভিযোগ আমরা শুনেছি। কিন্তু ওই

ঠিকাদার রানা বলেন, ‘মসজিদ ভবনে খোয়া দেওয়া ছিল। তাই পাথর দিয়ে ঢালাইয়ের কথা থাকলেও আমরা খোয়া দিয়ে ঢালাই করি। তবে ভালো মানের খোয়া ব্যবহার করা হয়েছে।’

নির্মাণ কাজের ত্রুটির বিষয়ে তিনি বলেন, মিস্ত্রির অসচেতনতার কারণে ভবনে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা ঠিক করে দেবো।

মসজিদ কমিটির সদস্য ও প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, বিষয়টি শুনেছি। বাকিটা সরেজমিন দেখবো এবং প্রকৌশলী দিয়ে পরীক্ষা করানো হবো। দুর্নীতি করলে কোনো ছাড় হবে না।

ফারহান সাদিক সাজু/এসআর/এএসএম

Read Entire Article