মসজিদে প্রবেশের সুন্নত
১. মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া।
২. দরুদ শরিফ পড়া।
৩. এই দোয়া পড়া:
اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: আল্লাহুম্মাফ-তাহ লী আবওয়াবা রাহমাতিক।
অর্থ: হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
উল্লিখিত বিসমিল্লাহ, দরুদ ও দোয়া একত্রে এভাবে পড়া যায়:
بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফ-তাহ লী আবওয়াবা রাহমাতিক।
অর্থ: আল্লাহর নামে মসজিদে প্রবেশ করছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
৪. মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখা।
৫. মসজিদে প্রবেশের সময় নফল ইতেকাফের নিয়ত করা।
মসজিদ থেকে বের হওয়ার সুন্নত
১. মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়া।
২.দরুদ শরিফ পড়া।
৩. এই দোয়া পড়া:
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিকা।
অর্থ: হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।
উল্লিখিত বিসমিল্লাহ, দরুদ ও দোয়া একত্রে এভাবে পড়া যায়:
بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিকা।
অর্থ: আল্লাহর নামে মসজিদ থেকে বের হচ্ছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।
৪. মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের বাইরে বাম পা আগে রাখা।
৫. জুতা পরিধানের ক্ষেত্রে প্রথম ডান পায়ে জুতা পরা, তারপর বাম পায়ে পরা।
মসজিদের আদব রক্ষা করুন
ইসলামে মসজিদ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থান। কোরআনে আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন।
আল্লাহ তাআলা বলেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা বাকারা: ১৮)
মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ বলেছেন, এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ্জ: ৩২)
মসজিদ ইবাদতের স্থান। মসজিদে দুনিয়াবি কাজকর্ম, কথাবার্তা থেকে বিরত থাকার যথাসাধ্য চেষ্টা করা উচিত। কোরআনে আল্লাহ তাআলা মসজিদকে মর্যাদায় সমুন্নত করার ও মসজিদে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন এবং মসজিদে ইবাদতকারীদের প্রশংসা করেছেন।
আল্লাহ তাআলা বলেন, যেসব গৃহকে মর্যাদায় সমুন্নত করতে এবং তাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখেনা, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে পড়বে। (সুরা নুর: ৩৬, ৩৭)
ওএফএফ/এমএস