সামনে ঘোড়ার গাড়ি। সেই গাড়ির পেছনে শত শত মোটরসাইকেলের বর্ণিল শোভাযাত্রা। সড়কের দুই পাশে অপেক্ষায় গ্রামের শত শত বাসিন্দা। ঘোড়ার গাড়িটি যে পথে যাচ্ছে, উঠছে হই হই রব।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৭ নং ওয়ার্শি ইউনিয়নের নতুন কহেলা গ্রামে মঙ্গলবার (১ এপ্রিল) দেখা গেছে এমন চিত্র। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মির্জাপুর উপজেলার ৭ নম্বর ওয়ার্শি ইউনিয়নের নতুন কহেলা গ্রামের মসজিদের ইমামকে বিদায়ী বেলায়... বিস্তারিত