চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে নিখোঁজ এক অটোচালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গত সোমবার (২৭ অক্টোবর) ফজর নামাজ পড়তে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিহত হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) উপজেলার আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার গত সোমবার (২৭ অক্টোবর) ফজর নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি। চারদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ এলে মসজিদের ইমাম ও কর্মরত আনসার সদস্য দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাদে যান। সেখানেই দুলাল মেলকারের অর্ধ-গলিত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের পরিবার। তারা মরদেহটি দুলাল মেলকারের বলে শনাক্ত করেন। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে জানান, তার বাবার তেমন কোনো শত্রু ছিল না। তিনি অটো চালিয়ে সংসার চালাতেন এবং সবার সঙ্গে হাসিখুশি ছিলেন। স্ত্রী তামান্না বেগমও কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামীর কারো সঙ্গে শত্রুতা ছিল না। স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখে জীবনযাপন করছিলেন এবং তার স্বামী অটো চালিয়ে সংসার নির্বাহ করতেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো. খায়রুল কবীর জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন, তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি অর্ধ-গলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় থানায় বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 10 hours ago
                        12
                        10 hours ago
                        12
                    








 English (US)  ·
                        English (US)  ·