মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার চর লাউখোলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মজিদ সরদার ওই এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন আব্দুল মজিদ। বিষয়টি কয়েক দফা সালিশেও সমাধান না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, ‘বাবার সঙ্গে জমি নিয়ে চাচাদের বিরোধ ছিল। সকালে তাকে ঘরে না পেয়ে খুঁজতে থাকি। পরে মসজিদে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ এ বিষয়ে জাজিরা থানার ওসি মো. সালেহ আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার চর লাউখোলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মজিদ সরদার ওই এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন আব্দুল মজিদ। বিষয়টি কয়েক দফা সালিশেও সমাধান না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, ‘বাবার সঙ্গে জমি নিয়ে চাচাদের বিরোধ ছিল। সকালে তাকে ঘরে না পেয়ে খুঁজতে থাকি। পরে মসজিদে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে জাজিরা থানার ওসি মো. সালেহ আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow