মসজিদের মালামাল মসজিদের ভেতরে বিক্রি করা যাবে?

2 hours ago 4

ইসলামে মসজিদ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থান। কোরআনে আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন,

اِنَّمَا یَعۡمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنۡ اٰمَنَ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ اَقَامَ الصَّلٰوۃَ وَ اٰتَی الزَّکٰوۃَ وَ لَمۡ یَخۡشَ اِلَّا اللّٰهَ فَعَسٰۤی اُولٰٓئِکَ اَنۡ یَّکُوۡنُوۡا مِنَ الۡمُهۡتَدِیۡنَ

একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা বাকারা: ১৮)

মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ বলেছেন,.

مَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ্জ: ৩২)

মসজিদে ক্রয়-বিক্রয় করা মসজিদের আদবের বিপরীত কাজ। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيعُ أَوْ يَبْتَاعُ فِي المَسْجِدِ فَقُولُوا: لَا أَرْبَحَ اللهُ تِجَارَتَكَ.

তোমরা মসজিদে কাউকে ক্রয়-বিক্রয় করতে দেখলে তাকে বলো, আল্লাহ তোমার ব্যবসাকে অলাভজনক করুন! (সুনানে তিরমিজি: ১৩২১)

ইমাম মালেক (রহ.) থেকে বর্ণিত আতা ইবনুল ইয়াসার (রাহ.) কাউকে মসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখলে বলতেন, তুমি দুনিয়ার বাজারে যাও; মসজিদ আখেরাতের বাজার। (মুআত্তা ইমাম মালেক: ৬০১)

তাই মসজিদের ভেতরে যে কোনো ধরনের বেচাকেনা থেকে বিরত থাকতে হবে।

অনেক সময় মসজিদের মালামাল বিক্রি করতে হয়; যেমন মসজিদের গাছের ফল-ফলাদি, কাঠ বা মসজিদে ব্যবহৃত অপ্রয়োজনীয় হয়ে পড়া কোনো বস্তু, মসজিদে অনুদান হিসেবে আসা কোনো বস্তু ইত্যাদি। এ সব মালামাল বিক্রির প্রয়োজন হলে তা মসজিদের বাইরে নিয়ে বিক্রি করতে হবে। মসজিদের মালিকানাধীন পণ্যও মসজিদের ভেতরে বিক্রি করা জায়েজ নেই।

ওএফএফ/জিকেএস

Read Entire Article