মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

2 weeks ago 16

সাতক্ষীরায় একটি মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (০৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর কলারোয়ার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মুসল্লিরা জানান, মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা দেখা যায়। বিষয়টি দেখে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে পড়ে উল্লেখ করে মসজিদের ইমাম বলেন, ‘কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটি করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি। এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো।’

 সংগৃহীত

এ বিষয়ে কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন বলেন, ‘আমি ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।’

মসজিদের মতো জায়গায় এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Read Entire Article