মসিকের সাবেক প্রধান নির্বাহীসহ চার কর্মকর্তার নামে মামলা

1 month ago 17

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা জজ আদালতের প্রধান তথ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইউসুফ আলী, সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

তিনি জানান, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে এ মামলা করেন নগরীর মোহাম্মদ আলী রোডের খালেদুজ্জামান পারভেজ বুলবুল। মামলা নং-৮/২০২৪।

অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি করেছেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতের বিচারক মমতাজ পারভীন মামলা আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা।

এএইচ/জেআইএম

Read Entire Article