মহা অষ্টমীতে যমুনায় পুণ্যার্থীদের ঢল

12 hours ago 6

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহা অষ্টমীতে যমুনা নদীতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। শনিবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি কালিমন্দির এলাকায় ভিড় করেন পুণ্যার্থীরা।

বিশেষ করে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও এর আশপাশের জেলা থেকে আগত হিন্দু ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে আসেন এ পুণ্যস্নানে অংশ নিতে। নদীর পাড় জুড়ে চলে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর পূজার্চনার আয়োজন।

এরপর অনেকে ঘাটে বসে পূজা দেন। কেউ আবার প্রসাদ বিতরণ করেন। উৎসবের আমেজে ধর্মীয় আচার-অনুষ্ঠান ঘিরে এক অনন্য পরিবেশ তৈরি হয় যমুনার পাড়ে।

মন্দির কমিটি এ উৎসবকে আরও প্রাণবন্ত করতে। পুণ্যার্থীদের ভেজা জামাকাপড় বদলানোর জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদেরসহ সবার জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা।

তীর্থ স্নানে ভক্তদের পূজা অর্চনায় অংশ নিতে আশা পুরোহীতরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এ দিনে গঙ্গা স্নানের মাধ্যমে তাদের পাপ মোচন হয়। সেই সঙ্গে তারা সৃষ্টিকর্তার কাছে জগতের সব জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করে।

উৎসবে আসা ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রমা রানী দাস বলেন, প্রতি বছর আমি এখানে গঙ্গা স্নান করতে আসি। এখানে যারা স্নান করবে তারা অনায়াসে পাপ থেকে মুক্তি লাভ করবে এটা আমার বিশ্বাস।

পূণ্যার্থী সন্তোষ কুমার বলেন, আমরা প্রতি বছর এই দিনে যমুনায় স্নান করি। মন থেকে প্রার্থনা করি যেন সবার মঙ্গল হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই।

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/এএসএম

Read Entire Article