মহাকাশ থেকে মার্কিন নভোচারীরা যেভাবে ভোট দেন

8 hours ago 2
মহাকাশ গবেষণা সংস্থা নাসার একাধিক মার্কিন নভোচারী পৃথিবী থেকে হাজার মাইল দূরে মহাকাশে অবস্থান করছেন। আপনি জানলে অবাক হবেন যে, তাঁরাও মহাকাশ থেকে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন। আর এই ব্যবস্থা করে দেয় নাসা নিজেই। মহাকাশ বিষয়ক সংস্থাটি তাদের সর্বশেষ একটি পডকাস্টে জানিয়েছিল নভোচারীদের ভোট দেওয়ার পদ্ধতিটি। তারা বলেছিল নিম্ন ভূ-কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ মহাকাশের যে কোনো স্থানে থাকা নভোচারীরা ভোট দিতে পারেন। নাসার গ্রাউন্ড স্টাফ মার্তা দুরহাম এবং কারেন অ্যাডকিনস পডকাস্টে বলেছিলেন, মহাকাশ থেকে ভোট দেওয়ার বিষয়টি একেবারে সোজাসাপ্টা। প্রথমে, যদি কোনো নভোচারী ভোট দেওয়ার
Read Entire Article