মহাখালীতে বাসে মামলা দেওয়ায় সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের

4 hours ago 5

রাজধানীর মহাখালীতে বাসের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ৩০০ পরিবহন শ্রমিক। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টা থেকে তারা সড়ক অবরোধ করেন বলে জাগো নিউজকে জানান ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী।

তিনি বলেন, রাজধানীর উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এমন সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসটির বিরুদ্ধে মামলা দেন। এরপর বাসটি মহাখালী এসে প্রায় ২০০ থেকে ৩০০ জন শ্রমিককে সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন। এতে করে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউইটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের বুঝিয়ে সড়ক অবরোধ না করার অনুরোধ জানানো হয়েছে জানিয়ে এসি জুনায়েদ জাহেদী বলেন, তাদের মূল সড়ক থেকে সরে গিয়ে প্রতিবাদ জানাতে অনুরোধ করা হয়েছে। সড়ক অবরোধের কারণে মহাখালীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টিটি/এমআরএম/জিকেএস

Read Entire Article