মহাখালীর পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

7 hours ago 3

রাজধানীর মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর দুই মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

জানা গেছে, মহাখালী রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য বের হয়। পথে যানজটে আটকা পড়ে তারা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের অফিসার শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Read Entire Article