হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সামাজিক যোগাযোগ ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ৮ নভেম্বর) চুনরুঘাটের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কুটিরগাঁও গ্রামে থেকে তাকে আটক করা হয়।
আটক কলেজছাত্রী হলেন- ফাবিহা বেগম (১৯)। তিনি শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। চুনারুঘাট উপজেলাধীন এবং শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কুটিরগাঁও গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ফাবিহা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাবিহা বেগম পরিচয় গোপন করে ‘Sara Swen’ নামে একটি ফেসবুক আইডি পরিচালনা করতেন। শনিবার তার সেই আইডি থেকে মহানবী (সাঃ)-এর বিবাহ নিয়ে কুরুচিপূর্ণ ও ধর্ম অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়লে তার শাস্তি দাবিতে ফেসবুকে ঝড় ওঠে। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন আহ্বান করেছেন সর্বস্তরের মানুষ। পরে বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক তারা অভিযান চালিয়ে শনিবার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দিলীপ কান্ত নাথ জানান, বিকেল ৩টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু তার বাড়ি চুনারুঘাট থানাধীন এলাকায় তাই সেখানেই তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তাকে আপাতত হবিগঞ্জ সদর মডেল থানায় সেইফ কাস্টরিতে রাখা হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন শাহীন বলেন, মহানবী (সাঃ)-কে অবমাননার জন্য একটি মেয়েকে গ্রেফতার করেছে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানা। তারা আপাতত সেইফ কাস্টরিতে রাখার জন্য সদর মডেল থানায় পাঠিয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/জেআইএম

4 hours ago
4








English (US) ·