চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ কারেন্ট ও ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ।
শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে একদল বনরক্ষী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত মহামায়া লেক থেকে এসব জাল জব্দ করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, মহামায়া লেকের দক্ষিণ-পূর্ব পাশে ২০ থেকে ২৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র অবৈধভাবে লেকে প্রবেশ করে কারেন্ট ও ফাঁস জাল পাতার প্রস্তুতি নিচ্ছিলো৷ এসময় বনরক্ষীদের টহল দলের ইঞ্জিনচালিত বোটের শব্দ শুনে বিচ্ছিন্ন অবস্থায় বস্তাভর্তি জাল ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায় তারা৷ পরে তাদের ফেলে যাওয়া অবৈধ চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে রেঞ্জ হেফাজতে মজুত রাখা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, জালগুলো জব্দ করে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, মহামায়া লেক আমাদের প্রাকৃতিক সম্পদ৷ এখানে অবৈধভাবে জাল ফেলার সুযোগ নেই৷ এসব চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএমডি/এমকেআর