মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

1 month ago 18

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিজ্ঞান কলেজ মোড় এলাকা অবরোধ করেন তারা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ১ দফা দাবিতে নানা স্লোগান দেন তারা।

এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষ করে কলেজের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এতে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও মিছিলে কোনো বাধা দেয়নি।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. মাসুম জাগো নিউজকে জানান, ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

এ প্রসঙ্গে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জরিয়ে না পরে সেটি নজর রাখা হচ্ছে।

এম এ মালেক/জেডএইচ/এএসএম

Read Entire Article