মহাসড়কে ডাকাতি বাড়ায় হাইওয়ের ওসি প্রত্যাহার

1 day ago 11

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম অংশে অব্যাহত ডাকাতির ঘটনায় মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মো. খাইরুল আলম জাগো নিউজকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে গত ৪৮ ঘণ্টায় দুটি ডাকাতিসহ দুই মাসে চারটি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে গত ১৫ জানুয়ারি মহাসড়কের উপজেলার মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে লুট হয়।

আরও পড়ুন

৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল গুলিবর্ষণ ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি সোনা। ডাকাতদের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী।

২৭ ফেব্রুয়ারি ভোরে ফাল্গুনকরা মাজার এলাকায় কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। সর্বশেষ শনিবার (১ মার্চ) একই এলাকায় মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।

অতিরিক্ত মহাপরিদর্শক মো. খাইরুল আলম বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়েছে। দায়িত্বে অবহেলার কারণে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমকেআর

Read Entire Article