মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়

2 hours ago 6

কক্সবাজারের উখিয়ায় মহিষ লড়াই অনুষ্ঠিত হয়েছে। এ লড়াই দেখতে শত শত দর্শকের ভিড় জমেছে মাঠে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উখিয়ার রাজাপালং ৫ নম্বর বটতিল মাঠে মহিষ লড়াই অনুষ্ঠিত হয়।

মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়

মহিষ লড়াই দেখতে আসা সৈয়দ হোসেন বলেন, দুটি মহিষের মধ্যে ২০ মিনিট লড়াই চলে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই উপভোগ করতে পেরে ভালো লাগছে। তবে এ লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। মহিষ দুটি একে অপরকে হারাতে থেমে থেমে প্রচণ্ডভাবে লড়াই করেছিল। পরে মালিকপক্ষ মহিষ দুটি নিয়ে চলে যায়।

মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়

রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাইদুল ইসলাম রোমান বলেন, গ্রামবাংলার এমন প্রতিযোগিতা চলমান থাকলে মানুষ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে মহিষের লড়াই সম্পন্ন হয়েছে।

জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম

Read Entire Article