মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার যাদুবপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মহেশপুর-৫৮ বিজিবির মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির তিনটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদবপুর বিওপির কানাইডাঙ্গা বিলসংলগ্ন সীমান্ত এলাকা সীমান্ত পিলার-৫০ হতে ৫১ এর নিকটে ফাঁদ পেতে অপেক্ষা করে। ভোর আনুমানিক ৫টার দিকে ভারত থেকে ২০-২৫ জন চোরাকারবারি অবৈধ মামলামাল নিয়ে বাংলাদেশে আসছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবির টহলদল তাদের গতিরোধ করে। চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিল। বিজিবি সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে কয়েকটি দেশি অস্ত্র বিজিবি টহলদলের দিকে ছুড়ে মারে। এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা বস্তা (ফেনসিডিল) ফেলে পালিয়ে যান। পরে ১০ বস্তা ফেনসিডিল জব্দ করে।
বস্তাগুলো উদ্ধার করে বিওপিতে আনা হয়। অভিযানে মোট ৩৯৭ বোতল ফেনসিডিল, একটি দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।