মা-ছেলের সাক্ষাৎ, আজহারী বললেন হৃদয় প্রশান্তকারী দৃশ্য

17 hours ago 5

চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

দীর্ঘ ৭ বছর পর মায়ের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। হাসি-কান্না, আনন্দ সবকিছু মিলিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানের সাক্ষাতের দৃশ্যটি। যা নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। মা-ছেলের সাক্ষাতের আবেগন দৃশ্যটি নাড়া দিয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকেও। সাক্ষাতের মুহূর্তটিকে হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য বলে অভিহিত করেছেন তিনি।

খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী।

আজহারী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহতাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!’

স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টায় পোস্টটিতে তিন লাখ ৪ হাজার রিঅ্যাকশন, সাড়ে ২৫ হাজার মন্তব্য পড়েছে। পাশাপাশি নয় হাজারের বেশি ব্যবহারকারী শেয়ার করেছেন

Read Entire Article