ছয় বছরের ছোট্ট আবদুল্লাহ জানে তার মা মারা গেছে। কিন্তু "মারা যাওয়া" মানে কী, সে বোঝে না। শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, আর কাঁপা কণ্ঠে বলতে থাকে, “মা মারা গেছে! আর আইবো না...” তার পাশেই পড়ে থাকা তার ১০ মাসের ছোট ভাই আবুবকর অবুঝ চোখে চারপাশ খুঁজে মা মা করে ডাকছে। কিন্তু মা তো আর ফিরবে না!
এই বুকের ধনদের আগলে রাখতে গিয়েই চিরতরে হারিয়ে গেলেন মা তানজিলা। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি)... বিস্তারিত