মা হচ্ছেন অ্যাম্বার হার্ড, অনাগত সন্তানের বাবার পরিচয় গোপন

2 months ago 22

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। অভিনয় থেকে ব্যক্তিগত জীবন দিয়েই আলোচনায় থাকেন তিনি। এবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে চমকে দিলেন এই অভিনেত্রী। খবর : পিপল ডটকম 

এর আগে অ্যাম্বার আলোচনায় ছিলেন জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ নিয়ে। তবে তাদের বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়ানোর কোনো ঘোষণা দেননি হলিউড এই তারকা। এর মাঝেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে অনাগত সন্তানের বাবার পরিচয় গোপন রেখেছেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই অভিনেত্রী। এরআগে ২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। 

জনি ডেপ ও অ্যাম্বারের বিচ্ছেদ হয়েছে ৭ বছর আগে ২০১৭ সালে। এর পর তাদের বিচ্ছেদের ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। এরপর একে অপরের বিরুদ্ধে শুধু অভিযোগ করেই থেমে থাকেননি, দুজনই দুজনের বিরুদ্ধে করেন মামলাও। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন জরিমানা করা হয় অ্যাম্বারকে। পরবর্তীতে নিজের করা মামলা তুলে নেন অ্যাম্বার।

Read Entire Article