মা হচ্ছেন কিয়ারা আদভানি

5 hours ago 5

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সামাজিক যোগাযোগামাধ্যমে সুখবর দিয়ে এই নায়িকা জানালেন প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন কিয়ারা। ছবিতে দেখা যায় কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার হাতের ওপর পায়ের দুটি মোজা। এতেই সবাই বঝে যায় এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। এরপর ছবির ক্যাপশনে কিয়ারা জুড়ে দেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসছে। তারপর ইমোজির মাধ্যমে তিনি আরও বুঝিয়ে দেন ৬ মাসও হয়ে গেছে তার।

ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন কিয়ারা। বি-টাউনের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। এবার কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। ছবির নাম ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। এটি কিয়ারার ক্যারিয়ারের প্রথম দ্বিভাষিক সিনেমা, যেখানে তিনি ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সংলাপ বলবেন। এর মাঝেই তিনি দিলেন নতুন সুখবর।

Read Entire Article