মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

7 hours ago 4
কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দেন। অবশেষে সোমবার (২৫ আগস্ট) নিজেই সুখবর দিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট কেক, যার ওপর আঁকা দুটি ক্ষুদ্র পায়ের ছাপ। সেখানে লেখা আছে—“1+1=3”। স্পষ্টতই, দম্পতির জীবনে আসতে চলেছে নতুন সদস্য। পরিণীতি চোপড়ার ইনস্টাগ্রাম স্টোরি। ছবি : সংগৃহীত ছবির সঙ্গে ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদপুষ্ট।’ এই ঘোষণা মুহূর্তেই স্পষ্ট করে, শিগগির বাবা-মা হতে চলেছেন পরিণীতি ও তার স্বামী, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তবে এর ইঙ্গিত আগে থেকেই দিয়েছিলেন রাঘব। কয়েক সপ্তাহ আগে কপিল শর্মার শোতে তিনি মজা করে বলেছিলেন, শিগগির সুখবর দিতে চলেছেন তারা। সেই মুহূর্তে অবাক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন পরিণীতি। আজকের পোস্টে মিলল তারই প্রমাণ। শুধু কেকের ছবি নয়, আরও একটি ভিডিও শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, সকালে স্ত্রীকে নিয়ে হাঁটছেন রাঘব। কাজের ব্যস্ততার মাঝেও পরিণীতিকে সময় দিচ্ছেন তিনি—এ দৃশ্য ভক্তদের মন ছুঁয়ে গেছে। খুশির খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরে গেছে কমেন্ট বক্স। হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন এ দম্পতিকে। ২০২৩ সালে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়েছিল। মাত্র দুই বছরের মধ্যেই তাদের ঘরে আসছে নতুন অতিথি।
Read Entire Article