অবসরে চলে যাওয়া কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে একটি প্রদর্শনী ম্যাচে হারিয়ে চারদিকে আলোড়ন তুলেছেন জ্যাক পট। ২৭ বছর বয়সী পটকে নিয়ে চারদিকে বেশ আলোচনা হচ্ছে। এবার এই আলোচনা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সেরা পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।
আমেরিকান পটকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন সুর কৃষ্ণ। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পটকে ট্যাগ করে মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সুর কৃষ্ণ সাধারণত ৬৫ কেজি ওজন... বিস্তারিত