মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক মেশিন উদ্বোধন

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক 4K Endoscope & Imaging System মেশিন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ঢাকার শ্যামলীতে অবস্থিত হাসপাতালটিতে এ মেশিন উদ্বোধন করা হয়। এ প্রযুক্তি ব্যবহারে না কেটে ছিদ্র করে মেরুদণ্ড, ব্রেন ও হাঁটুর অপারেশন করা হবে। অত্যাধুনিক এ মেশিনে রোগীরা বাংলাদেশেই হাঁটু এবং কাঁধের অর্থোস্কোপি, এন্ডোস্কপিক নিউরো ও স্পাইন সার্জারি করতে পারবে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোর-এর প্রধান অর্থোস্কোপিক ও সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফিরোজুর রহমান, ডা. মো. আব্দুল কাদের নোমানসহ প্রায় অর্ধাশতাধিক অর্থোপেডিক, নিউরোসার্জন, স্পাইন ও এন্ডোস্কপিক ব্রেইন সার্জনসহ বিভিন্ন বিভাগের সার্জনরা উপস্থিত ছিলেন।  প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মো. জাহিরুল ইসলামের সঞ্চালনায় মাইকেয়ারের চিফ কনসালটেন্ট ও কো অর্ডিনেটর ডা. আব্দুল্লাহ আল রাফি, নিউরোসার্জন ডা. ফরহাদ আহম্মেদ ও ডা. মুজাহিদুল ইসলাম মামুন, নি-সার্জন ডা. জাকারিয়া বিন হামিদ বক্তব্য রাখেন। পরে সবার উপস্থিতিতে কেক কেটে অত্যাধুনি

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক মেশিন উদ্বোধন

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক 4K Endoscope & Imaging System মেশিন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার শ্যামলীতে অবস্থিত হাসপাতালটিতে এ মেশিন উদ্বোধন করা হয়।

এ প্রযুক্তি ব্যবহারে না কেটে ছিদ্র করে মেরুদণ্ড, ব্রেন ও হাঁটুর অপারেশন করা হবে। অত্যাধুনিক এ মেশিনে রোগীরা বাংলাদেশেই হাঁটু এবং কাঁধের অর্থোস্কোপি, এন্ডোস্কপিক নিউরো ও স্পাইন সার্জারি করতে পারবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোর-এর প্রধান অর্থোস্কোপিক ও সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফিরোজুর রহমান, ডা. মো. আব্দুল কাদের নোমানসহ প্রায় অর্ধাশতাধিক অর্থোপেডিক, নিউরোসার্জন, স্পাইন ও এন্ডোস্কপিক ব্রেইন সার্জনসহ বিভিন্ন বিভাগের সার্জনরা উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মো. জাহিরুল ইসলামের সঞ্চালনায় মাইকেয়ারের চিফ কনসালটেন্ট ও কো অর্ডিনেটর ডা. আব্দুল্লাহ আল রাফি, নিউরোসার্জন ডা. ফরহাদ আহম্মেদ ও ডা. মুজাহিদুল ইসলাম মামুন, নি-সার্জন ডা. জাকারিয়া বিন হামিদ বক্তব্য রাখেন।

পরে সবার উপস্থিতিতে কেক কেটে অত্যাধুনিক 4K Endoscope & Imaging System মেশিন উদ্ভোধন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow