মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের তারেক রহমানের সহায়তা

2 hours ago 8

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত সাতজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সেখানে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় আমিনুল হক বলেন, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। বিএনপি সব সময় জনগণের দুঃসময় ও সংকটে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

আমিনুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ। 

দলের নেতারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়- মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন, যা সব সময় মানুষের পাশে থাকতে চায়।

Read Entire Article