মাইলস্টোনে দুর্ঘটনা: সরকারের ক্ষতিপূরণ প্রস্তাব প্রত্যাখ্যান, ন্যায্য বিচারের দাবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে সরকারের ক্ষতিপূরণ প্রস্তাবিত প্রত্যাখ্যান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ক্ষতিপূরণ অমানবিক ও অপমানজনক। আজ রোববার সকালে রাজধানীর দিয়াবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহত-নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা এ দাবি করেন। লিখিত বক্তব্যে তারা জানান, গত ১১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যম মারফত যে ক্ষতিপূরণের ঘোষণার কথা জানিয়েছেন, তা কোনোভাবেই নিহত ও আহতদের পরিবারের প্রতি সম্মানজনক নয়। দুর্ঘটনায় নিহতদের ‘শহীদ’ হিসেবে মর্যাদা দেওয়ার পাশাপাশি আহতদের আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষতিপূরণ নয়—তারা ন্যায়বিচার চান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্য, সরকারের বর্তমান ঘোষিত সিদ্ধান্ত বহাল থাকলে তারা শান্ত থাকবেন না। নিজেদের অধিকার আদায়ে আইনগত, সামাজিক ও গণতান্ত্রিক সব পথ অবলম্বনের ঘোষণা দিয়েছেন তারা। অভি

মাইলস্টোনে দুর্ঘটনা: সরকারের ক্ষতিপূরণ প্রস্তাব প্রত্যাখ্যান, ন্যায্য বিচারের দাবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে সরকারের ক্ষতিপূরণ প্রস্তাবিত প্রত্যাখ্যান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ক্ষতিপূরণ অমানবিক ও অপমানজনক।

আজ রোববার সকালে রাজধানীর দিয়াবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহত-নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা এ দাবি করেন। লিখিত বক্তব্যে তারা জানান, গত ১১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যম মারফত যে ক্ষতিপূরণের ঘোষণার কথা জানিয়েছেন, তা কোনোভাবেই নিহত ও আহতদের পরিবারের প্রতি সম্মানজনক নয়। দুর্ঘটনায় নিহতদের ‘শহীদ’ হিসেবে মর্যাদা দেওয়ার পাশাপাশি আহতদের আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষতিপূরণ নয়—তারা ন্যায়বিচার চান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্য, সরকারের বর্তমান ঘোষিত সিদ্ধান্ত বহাল থাকলে তারা শান্ত থাকবেন না। নিজেদের অধিকার আদায়ে আইনগত, সামাজিক ও গণতান্ত্রিক সব পথ অবলম্বনের ঘোষণা দিয়েছেন তারা।

অভিভাবকরা আরও বলেন, ‘আমরা দয়া চাই না, আমরা ন্যায়বিচার চাই। আমরা মানুষের জীবনের মর্যাদা চাই।’

সংবাদ সম্মেলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের পক্ষে উপস্থিত ছিলেন নাজমুল হক, মিনহাজ উদ্দিন, সানজিদা আকতার, আশরাফুল ইসলাম , ইয়াসমিন আক্তার, আইভি আক্তার নিঝুম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow