মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি নাগরিকসহ সবাই নিহত

তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে ‘মেডিকেল ইভাকুয়েশন মিশনে’ থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর আনাদোলু এজেন্সির। কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগওয়া জানান, হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহনকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল। উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চাঞ্চলে কিবো হাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। এ পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর (উচ্চতা প্রায় ৫ হাজার ৮৯৫ মিটার) চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট। পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ছিলেন দুজন বিদেশি নাগরিক, একজন ট্যুর গাইড, হেলিকপ্টারের পাইলট এবং উদ্ধার দলের একজন চিকিৎসক। দুর্ঘটনায় কেউ জীবিত উদ্ধার হয়নি। বিশ্বখ্যাত পর্যটন গন্তব্য মাউন্ট কিলিমাঞ্জারোতে উচ্চতার কারণে অসুস্থতা বা দুর্ঘটনায় পড়া আরোহীদের উদ্ধারে প্রায়ই হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে এই অঞ্চলে বাতাসের স্বল্পতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া উদ্ধার কার্যক্রমকে ঝুঁকিপূর্ণ কর

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি নাগরিকসহ সবাই নিহত

তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে ‘মেডিকেল ইভাকুয়েশন মিশনে’ থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর আনাদোলু এজেন্সির।

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগওয়া জানান, হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহনকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল। উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চাঞ্চলে কিবো হাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। এ পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর (উচ্চতা প্রায় ৫ হাজার ৮৯৫ মিটার) চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ছিলেন দুজন বিদেশি নাগরিক, একজন ট্যুর গাইড, হেলিকপ্টারের পাইলট এবং উদ্ধার দলের একজন চিকিৎসক। দুর্ঘটনায় কেউ জীবিত উদ্ধার হয়নি।

বিশ্বখ্যাত পর্যটন গন্তব্য মাউন্ট কিলিমাঞ্জারোতে উচ্চতার কারণে অসুস্থতা বা দুর্ঘটনায় পড়া আরোহীদের উদ্ধারে প্রায়ই হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে এই অঞ্চলে বাতাসের স্বল্পতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া উদ্ধার কার্যক্রমকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow