মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানীর মাজারে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  পরে সকাল ৮টায় তবারক বিতরণ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  এর আগে গতকাল রোববার (১৬ নভেম্বর) ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা : মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও মাওলানা ভাসানী স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হয়।    এ ছাড়াও মাওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে ৭ দিনব্যাপী ভাসানী মেলা, মাওলানা ভাসানীর আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক বিভিন্ন

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানীর মাজারে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে সকাল ৮টায় তবারক বিতরণ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এর আগে গতকাল রোববার (১৬ নভেম্বর) ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা : মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও মাওলানা ভাসানী স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হয়।   

এ ছাড়াও মাওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে ৭ দিনব্যাপী ভাসানী মেলা, মাওলানা ভাসানীর আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক বিভিন্ন চিত্র প্রদর্শনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow