মমতার ভান্ডার
বিলকিস নাহার মিতু
সবচেয়ে দামি মায়ের
হাসিভরা মুখ,
তার যত্নে মিশে আছে
ধরার যত সুখ।
আদর করে ডাকেন মা
হিরা-মানিক-রতন,
মমতায় বুকে টেনে
করেন খুব যতন।
ঘুম না এলে হাত বুলিয়ে
দেবেন সারারাত,
মাকে নিয়ে বিশ্বটাকে
করবো বাজিমাত।
ছড়াকার: শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা।
****
মা নামক বিস্ময়কর প্রাণী
আজহার মাহমুদ
শাড়ির আঁচল দিয়ে ঘুমন্ত সন্তানের শীত নিবারণের
চেষ্টা করছেন, নিজেও কাঁপছেন শীতে।
মা নামক বিস্ময়কর প্রাণী তিনি, শত ঝড়-ঝাপটা এলেও
তাকে পারে না কেউ হারাতে।
মায়েরা এমনই, সারাজীবন ব্যস্ত থাকেন
নিজে না খেয়ে সন্তানদের খাওয়াতে।
পৃথিবীতে শত ডাক্তারের চিকিৎসা নিলেও
সন্তানের অসুখ মা ছাড়া পারে না কেউ সারাতে।
কবি: কলামিস্ট ও লেখক।
এসইউ/জেআইএম