মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশু সন্তানেরও

2 hours ago 4
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও শিশু সন্তান মারা গেছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মা ও শিশু সন্তান হলেন- পৌর এলাকার বড়চক দৌলতপুর এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩২) ও তার ছেলে মুজাহিদ হোসেন (১০)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন, নিজ বাড়ির উঠানে‌ টানানো কাপড় শুকানো তারে কাপড় মেলতে গিয়ে বিদ্যুতায়িত হন মুর্শিদা। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ছেলে মুজাহিদ‌ও আহত হয়। পরিবারের অন্য সদস্যদের সহায়তায় স্থানীয়রা মা-ছেলেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article