মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিট থাকলে এখন থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে বিবেচনায় নেওয়া হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিসিবি।  এরপরই সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরার বাড়ির এক ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে চলছে সংস্কার কাজ। এ  উপলক্ষে গেট মেরামতের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।  এমন দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফিরছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার? এ প্রসঙ্গে বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান আসবেন। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি। তবে এ বিষয়ে সাকিব বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।  উল্লেখ্য, জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের সময় দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এরপর মাগুরা-১ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আর দেশে ফেরেননি। এরপর জাতীয় দলের জার্সিতেও খেলা হয়নি সাকিব আল হাসানের। যদিওবা ভা

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিট থাকলে এখন থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে বিবেচনায় নেওয়া হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিসিবি। 

এরপরই সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরার বাড়ির এক ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে চলছে সংস্কার কাজ। এ  উপলক্ষে গেট মেরামতের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। 

এমন দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফিরছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার? এ প্রসঙ্গে বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান আসবেন। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি। তবে এ বিষয়ে সাকিব বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। 

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের সময় দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এরপর মাগুরা-১ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আর দেশে ফেরেননি। এরপর জাতীয় দলের জার্সিতেও খেলা হয়নি সাকিব আল হাসানের। যদিওবা ভারত সিরিজের শেষে দেশে ফিরে ক্রিকেট খেলার আগ্রহ জানিয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে না খেললেও বিশ্বের নানা প্রান্তের ফ্রেঞ্চাইজি লিগে নিয়মিতই প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow