মাছ ধরার নৌকায় ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের ধাক্কা

1 month ago 26
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের ধাক্কা লেগেছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গোয়া উপকূলের কাছে এ সংঘর্ষ হয়। নৌকাটিও ভারতীয় জেলেদের। তাতে ১৩ জন জেলে ছিলেন। সংঘর্ষের পর সাগর থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। মোতায়েন করা হয়েছে ছয়টি জাহাজ ও বিমান।  মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি স্কোর্পেন-শ্রেণীর সাবমেরিনের সাথে মার্থোমা নামক জাহাজটির সংঘর্ষ হয়। নিখোঁজ দুজনের অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা চলছে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাই এ কাজে সমন্বয় করছে। উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীসহ কয়েকটি সংস্থা কাজ করছে। ব্যবহার করা হচ্ছে তাদের সরঞ্জামও ।
Read Entire Article