মাছ ব্যবসায়ীকে বেধড়ক পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

2 weeks ago 19
বরিশালের হিজলায় মেঘনা নদীর তীরে মাছ ঘাটের দখল নিয়ে এক ব্যবসায়ীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা সুজন সরদারের বিরুদ্ধে।  সুজন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সরদারের ছেলে ও  বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি।  শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাছ ব্যবসায়ী জামাল রাঢ়ী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  জামাল রাঢ়ীর স্ত্রী বলেন, গত ৫ আগস্টের পর মেঘনা নদীর তীরে তাদের মাছঘাট দখল করে সুজন সরদার। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঘাট ফিরে পান। এখন আবার সুজন জেলেদেরকে মাছ নিয়ে ঘাটে আসতে বাধা দেয়। শুক্রবার রাতে স্বামী জামাল রাঢ়ী ঘাটে গেলে সুজন ও তার অনুসারী আরিফ সিকদার, হুমায়ুন, কালাম খান ও সাহিনসহ ২০/২৫ জন মারধর করে। পরে বাড়িতে এসে ঘরে হামলা ভাঙচুর করে। এ সময় ঘরের সামনে রাখা মোটরসাইকেলটিও ভাঙচুর করে তারা। অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সুজন সরদার বলেন, জামাল রাঢ়ী তাদের ঘাটের জেলেদের জোর করে তার ঘাটে মাছ বিক্রিতে বাধ্য করে। এ নিয়ে হাতাহাতি হয়েছে। এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে নিজেরাই নিজেদের ঘরে ভাঙচুর করেছে। হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেছেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article