মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ

1 day ago 8
পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন।  শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  দগ্ধ জহির হোসেনের (৫৫) শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) মহিপুরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  জেলে আবদুল মালেক বলেন, ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি। না হলে পুরো ট্রলার পুড়ে যেত।  উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে জানান, ফারুক মাঝির ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ জেলেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেশ হালদার কালবেলাকে বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article