মাজার ছেড়ে পরিবারের কাছে সমু চৌধুরী

2 months ago 50

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে গফরগাঁও প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও নানা গুজবের পর তাকে উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৩ জুন) ভোর রাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে আমরা তাকে হস্তান্তর করেছি। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে, গত বুধবার (১১ জুন) রাতে ঢাকা থেকে গফরগাঁওমুখী শাহ্ মিসকিন মাজারে আসেন তিনি। বৃহস্পতিবার (১২জুন) দুপুরের দিকে মাজারের পাশেই বিশাল একটি বট গাছের নিচে গামছা পড়ে খালি গায়ে মাদুরে শুয়ে ঘুমিয়ে থাকেন সমু চৌধুরী। পাশে একটি পানির বোতল ও পুতুল ছিল। 

মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমু চৌধুরীর গামছা পরা কিছু ছবি (ফেসবুক) ছড়িয়ে পড়ে। মামুন নামে এক অভিনয়শিল্পী প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে অভিনয়শিল্পী মামুন জানান, ‘সমুদাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসব। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কীভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন কেনইবা তার গায়ে কোনো পোশাক নেই, এ নিয়ে কেউ কিছুই জানাননি।

মাজার ভক্ত এক নারী জানান, উনি বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী ছাত্রজীবনে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। টানা ১০ বছর উদীচীর হয়ে পথনাটক, মঞ্চনাটক ও গণসংগীত করেছেন। পরে ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন।

এরপর ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারে সমু চৌধুরী কাজ করেছেন পাঁচ শতাধিক নাটকে এবং ১২টি চলচ্চিত্রে। নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে সে সময় মন কেড়েছিলেন দর্শকদের। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

Read Entire Article