মাজারে হামলাকারীদের কাউকেই ছাড় নয়: উপদেষ্টা মাহফুজ

1 day ago 4

মাজারে হামলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গত পাঁচ মাসে দেশের বিভিন্ন মাজারে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা করার পরামর্শ দিয়ে মাহফুজ বলেন, দ্রুত মামলা করুন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

এই উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে দেখেছি দেশের বিভিন্ন স্থানে মাজার অথবা কাওয়ালি গান বা এ ধরনের সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় হামলা হয়েছে। কিন্তু হামলার ব্যাপারে অনেক ক্ষেত্রে স্পষ্ট পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। আমরা সেজন্য দুঃখিত।

‘কিন্তু এখন থেকে কোথাও কোনো গানের আসর অথবা কোথাও সুফি সাধকদের মাজারে হামলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’ যোগ করেন মাহফুজ।

গত রাতে ময়মনসিংহে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই উপদেষ্টা।

এমইউ/ইএ/জেআইএম

Read Entire Article