মাটি কাটতে গেলে গণপিটুনি দিয়ে রিভলবারসহ দুই যুবককে পুলিশে সোপর্দ
পাবনার সুজানগরে অবৈধভাবে মাটি কাটছিল অস্ত্রধারী দুই যুবক। বাধা দেয়ায় আগ্নেয়াস্ত্রের ভয় দেখালে ওই দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার হাসামপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের মুক্তার সরদারের ছেলে ফারদিন সরদার (২৫) ও টিক্কা সরদারের ছেলে শাকিল সরদার (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই দুই যুবক হাসামপুর এলাকার চরাঞ্চলের একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটে। এ সময় এলাকাবাসী বাধা দিলে তারা সশস্ত্র অবস্থায় চড়াও হয়। একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় তাদের কাছে একটি রিভলবার পাওয়া যায়। পরে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গণপিটুনি খেয়ে ওই দুই যুবক আহত হন। এজন্য পুলিশি হেফাজতে হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত আইনে একটি মামলা করা হবে। আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/জেআইএম
পাবনার সুজানগরে অবৈধভাবে মাটি কাটছিল অস্ত্রধারী দুই যুবক। বাধা দেয়ায় আগ্নেয়াস্ত্রের ভয় দেখালে ওই দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার হাসামপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের মুক্তার সরদারের ছেলে ফারদিন সরদার (২৫) ও টিক্কা সরদারের ছেলে শাকিল সরদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই দুই যুবক হাসামপুর এলাকার চরাঞ্চলের একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটে। এ সময় এলাকাবাসী বাধা দিলে তারা সশস্ত্র অবস্থায় চড়াও হয়। একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় তাদের কাছে একটি রিভলবার পাওয়া যায়। পরে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গণপিটুনি খেয়ে ওই দুই যুবক আহত হন। এজন্য পুলিশি হেফাজতে হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত আইনে একটি মামলা করা হবে।
আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/জেআইএম
What's Your Reaction?