মাটিকাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ৩

7 hours ago 6

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাটিকাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার নিগুয়ারি ইউনিয়নের তললী গ্রামের আওয়াঢালী মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাছান রাকিব (২৫) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইয়াসিন ও নিহত মেহেদী হাসান রাকিবের সঙ্গে মাটিকাটা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দুইপক্ষ ভেকু দিয়ে মাটি উত্তোলন নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদী হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সাবিদ নামে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। 

ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

Read Entire Article