মাঠ সংক্রান্ত জটিলতার পরেও আয়োজক বাংলাদেশ

1 month ago 35
গত বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসব করেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশন সেই ঢাকার মাঠেই। ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে আসরের খেলা। আগামী নভেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ভারত। গতকাল দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থার (সাফ) কম্পিটিশন কমিটির চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ আয়োজক স্বত্ব পেলেও মাঠ সংক্রান্ত জটিলতা কিন্তু কাটেনি। সর্বশেষ আসরে অংশগ্রহণকারী দলগুলো কমলাপুর স্টেডিয়ামের টার্ফ নিয়ে নাখোশ ছিল। এ নিয়ে আয়োজকদের কাছে অভিযোগও জানিয়ে গেছে দেশগুলো। কমলাপুর স্টেডিয়ামের টার্ফের অবস্থা বদলায়নি। ওই অবস্থায় অংশগ্রহণকারী দলগুলো নিশ্চয়ই খেলতে চাইবে না। সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, এরই মধ্যে মাঠের অবস্থা জানতে চেয়ে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছি। বর্তমানে ঢাকায় কমলাপুর স্টেডিয়াম ছাড়া বিকল্প ভেন্যু হিসেবে আছে বসুন্ধরা কিংস অ্যারেনা। কিন্তু এ ভেন্যুর মালিক তো শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ওটা ব্যবহার করা নির্ভর করছে বসুন্ধরা গ্রুপের অনুমোদন পাওয়া সাপেক্ষে। নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ চলাকালে ঘরোয়া ফুটবল কার্যক্রমও চলার কথা ওই ভেন্যুতে। দুটি ভেন্যু ছাড়া ফুটবল কার্যক্রম পরিচালনার একমাত্র স্থান বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় চার বছর ধরে সংস্কার কাজ চলছে। সে কাজ শেষ হয়ে আদৌ ফেব্রুয়ারির আগে খেলার উপযোগী হবে কি না—সময়ই বলতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সংশ্লিষ্ট বিভাগ অবশ্য আশাবাদী—ডিসেম্বরের মধ্যেই সংস্কার কাজ শেষ করে এ ভেন্যু বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু এমন কথা তো গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে। ২০২৫ সালের নভেম্বর মাসের ৫ থেকে ১৫ তারিখ ভারত আয়োজন করবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। আয়োজকরা অবশ্য ভেন্যু চূড়ান্ত করেনি।
Read Entire Article