মাঠে বাবাকে খুন করে বাড়িতে গিয়ে জানাল ছেলে

2 months ago 23
ঝিনাইদহ সদর উপজেলায় ছেলের কোদালের আঘাতে বাবা নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার  শঙ্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত শাহাদাত হোসেন (৬৫) ওই গ্রামের তাইজেল হোসেন ওরফের তাজেরের ছেলে।  এ বিষয়ে নিহতের প্রতিবেশী আবদার হোসেন জানান, সোমবার সকাল সাড়ে দশটার দিকে শাহাদাত হোসেন ও ছেলে ফয়সাল হোসেন নিজেদের মরিচের ক্ষেতে কাজ করতে মাঠে যান। কাজের এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতাণ্ডা হয়। পরে ফয়সাল তার হাতে থাকা কোদাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। বাবার মরদেহ মাঠে ফেলেই ফয়সাল বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মাঠে ছুটে গেলে শাহাদাতের লাশ দেখতে পান। স্থানীয় আলী আজম জানান, নিহত শাহাদাত জামায়াত কর্মী ছিলেন এবং তার ছেলে ফয়সাল মানসিক বিকারগ্রস্ত হিসেবে এলাকায় চিহ্নিত। আরেক প্রতিবেশী আব্দুল আলীম জানান, ফয়সাল দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত । এর আগে সে তার মাকেও মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল। ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘পরিবারের দাবি, ফয়সাল মানসিক ভারসাম্যহীন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ফয়সালকে পুলিশ আাটক করেছে।’
Read Entire Article